বাংলাদেশের জন্মের পর থেকে সম্প্রতি কামারুজ্জামানের ফাঁসি এপর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে ৪৩০টি, এরমধ্যে ১৯৭৭ সালেই ২৪৭টি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটেছে - আজ যখন কোনো সুশীল বা কোনো বামাত বা কোনো আঁতাত বা কোনো ইসলামবাদী বা কোনো প্রাত্যহিক বিপ্লবী বা কোনো জামাত বা কোনো অবিভক্ত বিএনপি বা কোনো হেফাজত বা কোনো মানবাধিকার কর্মী যখন দণ্ডিত যুদ্ধাপরাধী বা আন্তর্জাতিক অপরাধীর মৃত্যুদণ্ডের বিরোধিতা করেন তখন কামারুজ্জামানের মতো 'ভাববেন' ১৯৭৭ সালে তাদের সামূহিক পাকপন্থীছাহাবা জেনারেল জিয়া একাই ২৪৭টি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটিয়েছেন।

Reply · Report Post